পবিত্র মন আর তাকবীর
পবিত্র মন,তাকবীর যাহা একমাত্র সৃষ্টিকর্তা প্রদত্ত আসে।
শতাধিক চেষ্টা করলে দৃশ্যমান হয় না তারা,
লুকিয়ে থাকে আপন মনে এক পবিত্রতা নিয়ে।
পেয়েছিলেন যাহা করেছিলেন কি বলতে না পারা,
বলে দেয় সেই পবিত্র মনের অনুপস্থিত যে ছিল লুকায়িত।
শেষ চেষ্টার পরও বাড়িয়ে দেয়নি কেউ সুযোগ,
ব্যার্থতা তার অনুভব করেছিল না থাকা তাকবীর কে।
শতাধিক চেষ্টা করলে দৃশ্যমান হয় না তারা,
লুকিয়ে থাকে আপন মনে এক পবিত্রতা নিয়ে।
পেয়েছিলেন যাহা করেছিলেন কি বলতে না পারা,
বলে দেয় সেই পবিত্র মনের অনুপস্থিত যে ছিল লুকায়িত।
শেষ চেষ্টার পরও বাড়িয়ে দেয়নি কেউ সুযোগ,
ব্যার্থতা তার অনুভব করেছিল না থাকা তাকবীর কে।
Comments
Post a Comment
Thanks for comment. :-)