আমার জানা সেরা মস্তিষ্ক হ্যাক কি?
আপনার সামনে কথা বলছেন এমন কেউ, যিনি কথা বলায় খুব ব্যস্ত আছেন, তার সমানে হাত রাখুন। তার হাতে যা আছে তা আপনাকে দিয়ে দিবে।
রারাবারা( Rarabara)
কেউ অনবরত কথা বলে চলেছেন, , আপনাকে বলার সুযোগই দিচ্ছে না?
কলম বা চাবি জাতীয় কিছু ফেলে দিন, এবং নিচ থেকে তা কুড়িয়ে নিন। এই বার আপনার কথা বলার পালা।
কাউকে নিরাপত্তাহীন বোধ করাতে চান?
তাদের হেয়ারলাইনে তাকান।
আপনি নিশ্চিত নন কেউ আপনার দিকে তাকিয়ে আছে কিনা?
আপনার ঘড়ির দিকে তাকান বা এটি খোঁজার চেষ্টা করুন। আপনি দেখবেন তারাও তাদেরটা দেখছে।
দেখছে।
Comments
Post a Comment
Thanks for comment. :-)