Joseph Murphy- এর লেখা "দ্য পাওয়ার অব ইয়োর সাবকনশাস মাইন্ড " (The Power of Your Subconsious Mind) বইটা আপনার কেমন লেগেছে? এই বই থেকে এমন কী শিখেছেন যা বাস্তব জীবনে কাজে লাগবে?
আমার পড়ার টেবিলে এই বইটিই রাখা ছিল, আমি এই প্রশ্নটি দেখে সত্যিই অবাক হয়ে গেলাম।
যেহেতু এই বইটি একটি নন ফিকশন বই, এর মধ্যে অনেক গুলো কথা আছে যেগুলি নোট করে রাখা দরকার। এই বইটি শুরু হয়েছে আমাদের সাবকনশাস মাইন্ড অথবা অবচেতন মনের কথা দিয়েই, সমুদ্রের মধ্যে ভেসে থাকা আইসবার্গের কথা ভাবুন; এর সময় অন্যভাবে উপরে দেখা যায় বেশির ভাগ নিচে থাকে অর্থাৎ আমরা সম্পূর্ণ আইসবার্গ দেখিনা। ঠিক সেভাবেই আমাদের সাবকনশাস মাইন্ড দৈনন্দিন অনেক কাজে আমাদের সাহায্য করে।যেভাবে আমাদের প্রথম প্রথম সাইকেল শিখতে অনেক কষ্ট হয়, কিন্তু একবার শিখে নিলে সেটি অনেক সোজা হয়ে যায়। কারণ তখন আমাদের সাবকনশাস মাইন্ড এটি সম্পূর্ণ ধরে রাখে তাই এটি অনেক সহজ মনে হয়।
কয়েকটি পয়েন্টস-
১) পছন্দের বিষয়গুলোর ব্যাপারে বেশি করে ভাবতে থাকুন, এটি সত্যি কাজ করবে।
২) কল্পনা শক্তির দ্বারা ছবিতে ভাবতে থাকুন, কারণ মানুষের লেখা থেকে ছবি বেশি মনে থাকে আর সেটি পরবর্তীতে বাস্তবে রূপান্তরিত হয়।
৩) ভালো বন্ধু যাচাই করুন। খারাপ বন্ধুর সঙ্গে থাকলে খারাপ হবেন ভালো বন্ধুর সঙ্গে থাকলে ভালো হবেন।মনে রাখবেন আপনি হলেন আপনার ৫টি বন্ধুর গড়।
৪)অ্যাফারমেশন বা অটোসাজেশন ব্যবহার করুন, মানে বার বার নিজেকে একটি কাজে নিপুণ বলে ভাবুন (এখনও আপনি না হলেও)।
৫) 'আমি সফল' কথা থেকে ' আমি রোজ সফলতার দিকে এগিয়ে যাচ্ছি' এটি বলুন, কারণ সচেতন মন অকারণে কোন কিছুই গ্রহণ করেনা।
Comments
Post a Comment
Thanks for comment. :-)