চলো পাল্টাই
হীনমন্যতা জর্জরিত হয়েছে সমাজ|উজ্জ্বল আলোর ঘাটতি,আজ অন্ধকারের উপস্থিতি
|দায়িত্ব হয়েছে দায়ী সৃষ্টি হয়ে,মহাজনের নেই দোষ|ধোঁকার কর্মশালায় আজ সততাই
হয়েছে নিখোঁজ|যখনই বিপ্লব আসেছে বিভীষিকা হয়েছে তার পথচলার সাথী|নিয়ম যদি
অনিয়মের অনুসারী হয়,তাহলে শিক্ষার ছিল কি দরকার? সময় চলে যায় তার গতিশীল
স্রোতে কিন্তু কোনো তরঙ্গ বলে না চলো পাল্টাই|
Comments
Post a Comment
Thanks for comment. :-)