হারিয়েছি মানতে গিয়ে !

নিজেকে নিজে ভয় পাচ্ছি,হতাশ করে তুলেছি হৃদয় কে,কারণ ভেতরে সে তো মারা গেছে।
যন্ত্রণা সে পেয়েছিল মিথ্যা হতে,সেই দোষে তাকে মেরেছি কত শেষবার।
ভেতর থেকে আসে না সে,যে ছিলাম আমি।
হারিয়েছে সে কত যন্ত্রনা পেয়ে,তোমাদের সমাজ মানতে গিয়ে।
আসবে না সে ফিরে তোমাদের ওই মিথ্যা দৃষ্টি তে,বয়তে হবে এভাবে নিজেকে!

Comments