কেন এত চিন্তা?

অতীতের বোঝা ভবিষ্যতে ভারের সাথে মিলিয়ে নিজের বর্তমান গতিকে বাধাগ্রস্ত করে এক ধরনের হতাশা।
অতীত বা ভবিষ্যৎ দুটোর কোনোটাই দৃশ্যমান নয়।
তাহলে কেন সেই ভর কাধে নিয়ে চলবেন?
বর্তমানকে আরও গতিশীল করার উদ্দোগ ভবিষ্যৎ ভর বৃদ্ধিতে সাহায্য করবে,যেটা আপনার পরিকল্পনা।

Comments