আপনাদের বিনয়ী হতে সাহায্য করবে, এমন কিছু উপদেশ ।

নীচের ছবির মধ্যের জনকে সারা বিশ্ব চেনে, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। গত সেমেস্টারে উনি এবং আরো দুজন মিলে একটা কোর্স পড়িয়েছেন,আমি ওটার ছাত্র ছিলাম। এই সেমেস্টারে প্রফেসর সেনের আরেকটা কোর্সের জন্য বই কিনতে বেরিয়েছি, দেখি বইতে বামপাশের ভদ্রলোকের নাম। আমি তিন মাস উনার পাশের সীটে বসেছি, প্রফেসর সেন ছাড়া অন্য দুজনকে পাত্তাও দিইনি। আমাকে এক দুবার অফিসে যেতে বলেছেন,হ্যা হু করে কাটিয়ে দিয়েছি।

ওই বইয়ের লেখক পরিচিতি পড়ে দেখি ইনি প্রফেসর এরিক মাসকিন, 2007 সালে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ। তিন মাস পাশের সীটে বসে প্রতিদিন কথা বলেছি কিন্তু জানতেও পারিনি। বইতে না দেখলে হয়ত জানতামও না।

নিজেকে যখন কেউকেটা মনে হয়, এই ছবিতে এরিক মাসকিনকে দেখি। ভাব উধাও হয়ে যায়।

প্রকৃত জ্ঞান মানুষকে বিনয়ী করে। জ্ঞানার্জন করুন, বিনয় এমনিতেই আসবে। তবে বলে রাখি, কাজটা ভয়াবহ কঠিন। বহু চেষ্টা করেছি এবং এখনও করে যাচ্ছি।

Comments