কোন বইগুলোর "উৎসর্গ" অংশ আমার অনন্য মনে হয়েছে?

আমার দেখা সেরা কিছু উৎসর্গপত্র

১.

এ যেন গল্পের ভেতরেও এক গল্প।যে গল্প হৃদয়স্পর্শ করে যায়।
বইয়ের নামঃ থাগস অব হিন্দুস্তান
মূলঃ এমিলিও স্যালগারি

রূপান্তরঃ ডিউক জন

২.
ভূতেদের জন্য কী মেহমানদারী!অতিথি নারায়ণ বলে কথা!
বইয়ের নামঃ ভূত আমার পুত
লেখকঃ হুমায়ূন আহমেদ

৩.

সুন্দর সুখী এক সংসারের চিত্র পুরোটাই যেন ফুটে ওঠেছে এখানে।
বইয়ের নামঃ ঘানি
লেখকঃ রবিউল করিম মৃদুল

৪.
মনে হচ্ছে লেখক স্থানীয় গুণ্ডাদের চাঁদা দিলো!
বইঃ নীল পাহাড়
লেখকঃ ওবায়েদ হক

৫.

সন্তানের প্রতি ইচ্ছে-প্রত্যাশা এমন ই হওয়া উচিত।
বইঃ গতকাল
লেখকঃ ইশতিয়াক আহমেদ

৬.
এটা কি উৎসর্গ পত্র ছিল নাকি কনের বাড়িতে পাঠানো বায়োডাটা ছিল তা আমার বোধগম্য হলো না!
বই এবং লেখকের নাম অজানা

৭.
কেবল ই দীর্ঘশ্বাস!
বইঃ বাদল দিনের প্রথম কদম ফুল
লেখকঃ হুমায়ূন আহমেদ

৮.
বইয়ের নাম আর বই যাদেরকে উৎসর্গ করা হয়েছে...
ডালমে কুছ কালা হ্যায়! 😐😑😕
বইঃ সব কিছু নষ্টদের অধিকারে চলে যাবে
লেখকঃ হুমায়ূন আজাদ


Comments