Skip to main content
জীবনের কিছু অলিখিত নিয়ম কী কী?
- কখনোই আপনার অর্জনের গল্প অন্যের সামনে করবেন না । কেউই এই রকম গল্প শুনতে পছন্দ করে না।
- আপনার বন্ধুর সাবেক গার্লফ্রেন্ড/ বয়ফ্রেন্ড এর সঙ্গে সম্পর্কে জড়াবেন না । ব্যাপারটি একসময় আপনার জন্যে খুব খারাপ হবে।
- মাঝে মধ্যে বোকার মত আচরণ করুন। এতে অনেক জটিল এবং গুরুত্বপূর্ণ ব্যাপারে তথ্য জানতে পারবেন।
- একটি রুটিন তৈরি করুন। এটা আপনাকে জীবনের ট্র্যাকে রাখতে সাহায্য করবে।
- সব সময় কঠোর পরিশ্রম করে সব কিছু অর্জন করা সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে আপনাকে অন্য রাস্তা দেখতে হবে।
- আপনি যদি অ্যালকোহল পান না করেন তাহলে কোনো পার্টিতে গিয়ে অন্তত অল্প পান করার চেষ্টা করুন। কিংবা একটি গ্লাসে পানি ঢেলে পান করার চেষ্টা করুন এতে কারো সঙ্গে কথা বলার প্রবাহ খুঁজে পাবেন।
- আপনাকে কেউ তার বাড়িতে নিমন্ত্রণ করলে যাবার সময় কিছু কিনে নিয়ে যাবেন। হোক চিপস এর প্যাকেট কিংবা কোকের বোতল।
- আপনার ভবিষ্যৎ পদক্ষেপের কথা বলে বেড়াবেন না। এতে আপনার ব্যর্থ হবার অনেক সুযোগ তৈরি হবে।
- কারো সাথেই আপনার খারাপ ও গোপনীয় বিষয় শেয়ার করবেন না। আপনার অনুপস্থিতির সুযোগে তারা আপনাকে নিয়ে হাসিঠাট্টা ও উপহাস করতে পারে।
- যাকে বেশি ভালোবাসবেন, সেই বেশি অবহেলা ও দূর্বলতার সুযোগ নিবে।
Comments
Post a Comment
Thanks for comment. :-)